Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কৃষিতে আইসিটি ব্যবহার এক নবদিগন্তের সূচনা করেছে


প্রকাশন তারিখ : 2016-02-10

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় দু’টি কৃষক ক্লাবে আইসিটি উপকরণ বিতরণ করেন। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজার আইপিএম ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজি মহোদয় বলেন, কৃষিতে আইসিটি ব্যবহার এক নবদিগন্তের সূচনা করেছে।কৃষিক্ষেত্রে বর্তমান সরকার কর্তৃক বাস্তবায়িত যুগোপযোগী উদ্যোগগুলোর মধ্যে এটি অন্যতম। আগামীর কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, কৃষি পণ্য বাজারজাতকরণে কৃষক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ফসলসংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এর ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। এ ধাপগুলোতে ফসলের অনেক অপচয় হয়। এ ধরনের অপচয় কমানো গেলেপণ্যের ন্যায্যমূল্যে নিশ্চিত হবে।এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলার উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. সফিকুল ইসলাম, ডিএই’র প্রশাসন উইং এর অতিরিক্ত উপ-পরিচালক ড. গোলাম মো. ফারুক, উপজেলা কৃষি অফিসার মোসাম্মৎ মরিয়ম প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইনফো সরকার প্রকল্পের সহায়তায় এবং কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় সদ্য প্রতিষ্ঠিত মিলন বাজার এআইসিসির কার্যক্রম উদ্বোধন করেন। এছাড়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পাওযার টিলার বিতরণ করেন।

 

- মো. হামিদুর রহমান, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
  মো. শাহাদত হোসেন, আরএআইও, বরিশাল